এমপি বদির সাথে অবরোধকারীদের গুলাগুলি : পরস্পর বিরোধী বক্তব্য

Tweet

MP Bodi

নিজস্ব প্রতিবেদক  :
কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়ে টেকনাফ যাওয়ার পথে রামুর খুনিয়া পালং ও উখিয়ার হিজলীয়া নামক এলাকায় অবরোধকারীদের বাঁধার মুখে পড়েন। এসময় এমপি বদি ক্ষিপ্ত হয়ে অবরোধকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন। অবরোধকারীরা এমপি’র গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।
উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘রামু উপজেলার খুনিয়া পালং মরিচ্যা লাল ব্রীজ এলাকায় এমপি বদি নিজেই গাড়ি থেকে নেমে অবরোধকারীদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি বর্ষন করলে ১২ জন পিকেটার আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এমপি বদিকে লক্ষ্য করে কেউ গুলি করেনি বলেও দাবী করেন তিনি।
তবে সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘মনোনয়ন পত্র জমা দিয়ে টেকনাফ যাওয়ার পথে বিএনপির সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বাড়ির পার্শ্বে হিজলীয়া নামক এলাকায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী আমাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি লক্ষ্য করে ২ রাউন্ড গুলি বর্ষন করে।’
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মিয়া বলেন, ‘আমি সাংবাদিকদের কাছ থেকে গুলি বর্ষনের খবর শুনেছি।’

Leave a Reply