রাতে দেখা ৯০ শতাংশ স্বপ্নই ভুলে যায় মানুষ…

Tweet

baby sleepingলাইফস্টাইল ডেস্ক:
সাধারণ জ্ঞানের পরিধি যতোটা বিস্তৃত হবে, নিজেকে ততো বেশি নতুন করে আবিষ্কার করতে থাকবেন আপনি। আর, এ প্রক্রিয়াটি চলমান থাকলে, তবেই আপনার জ্ঞানের ভাণ্ডারে নতুন তথ্য জমা পড়বে। আপনার মানসিক বিকাশ ঘটতে থাকবে। কিন্তু, আপনি যদি একবারও ভেবে বসেন, আপনি বহু কিছু জেনে ফেলেছেন তখনই আপনার একটি সত্ত্বার অপমৃত্যু ঘটবে। আপনার শিশু মনের মৃত্যুতে বয়সটাও বেড়ে যাবে হু-হু করে। এক সময় দেখবেন, আপনি সময়ের স্রোতে অনেকটা দূর ভেসে গেছেন। অনেক পেছনে পড়ে গেছেন। তাই নিজের কৌতুহলী মনটাকে বাঁচিয়ে রাখুন। সাধারণ জ্ঞানের সুবিশাল ভাণ্ডার থেকে আজ ৫টি মজার তথ্য এখানে তুলে ধরা হলো:
১) টিনএজ বয়সের যে তরুণ-তরুণীরা তাদের বেশির ভাগ সময় গান শোনার জন্য ব্যয় করে, তাদের পরিণতিটা খুব একটা সুখকর হয় না। গবেষণায় পাওয়া তথ্যানুযায়ী, নেতিবাচক এ অভ্যাসের এক পর্যায়ে সে তরুণ বা তরুণীটি মারাত্মকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
২) দিনের বেশির ভাগ সময় যারা বসে কাটান, তাদের অধিকাংশের ক্ষেত্রে হার্ট-অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বেশি।
৩) জিরাফ প্রতিদিন কতোক্ষণ ঘুমায়, সেটা জানলে অনেকেই হয়তো অবাক হবেন। শান্ত এ প্রাণীটি দিনে মাত্র ২০ মিনিট ঘুমায়।
৪) আপনার দেখা স্বপ্নগুলোর কতোগুলো এখনও মনে আছে? খুব বেশি থাকার কথা নয়। কারণ, রাতে ঘুমিয়ে দেখা ৯০ শতাংশ স্বপ্নই মানুষ ভুলে যায়।
৫) হাসার জন্য যতোগুলো মাংসপেশী প্রয়োজন হয়, ভ্রƒ কুঁচকানোর জন্য তার চেয়ে বেশি মাংসপেশীর প্রয়োজন হয়।

Leave a Reply