বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মিডিয়া প্লেয়ার ‘উইন্যাম্প’

Tweet

winnampপ্রযুক্তি ডেস্ক:
জনপ্রিয় মিডিয়া প্লেয়ার ‘উইন্যাম্প’ বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ২০শে ডিসেম্বর মিডিয়া প্লেয়ার সার্ভিসটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উইন্যাম্পের স্বত্ত্বাধিকারী সংগঠন এওএল। একই সঙ্গে উইন্যাম্প ডট কম ও এর সহযোগী ওয়েব সেবাসমূহ বন্ধ করে দেয়া হবে। ডাউনলোডের জন্যও আগামী ২০শে ডিসেম্বরের পর উইন্যাম্প মিডিয়া প্লেয়ার পাওয়া যাবে না। উইন্যাম্প ডট কম ওয়েবসাইটে একটি বিশেষ নোটে এ তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ওই নোটে ১৫ বছরেরও বেশি সময় উইন্যাম্প কমিউনিটিকে সমর্থন জানানোয় ও এর পাশে থাকার জন্য ধন্যবাদ জানানো হয় ব্যবহারকারীদের। এদিকে গতকাল উইন্যাম্পের সর্বশেষ ৫.৬৬ ভার্সনটি ওয়েবে ছাড়া হয়েছে। ৯০’র দশকে মিউজিকের সমার্থক নামটি ছিল উইন্যাম্প প্লেয়ার। উইন্ডোজের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে উঠেছিল প্লেয়ারটি। ১৯৯৭ সালে ফ্রিওয়্যার হিসেবে অপ্রতিদ্বন্দ্বী ও বহুল জনপ্রিয় এ মিডিয়া প্লেয়ারটি তৈরি করেছিলেন জাস্টিন ফ্র্যাঙ্কেল ও দিমিত্রি বোল্ডিরেভ। সারা বিশ্বে উইন্যাম্প ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গিয়েছিল।

Leave a Reply